ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পদত্যাগে বাধ্যহওয়া শিক্ষককে স্ব-পদে বহালের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ২৫ আগস্ট ২০২৪

পদত্যাগে বাধ্যহওয়া শিক্ষককে স্ব-পদে বহালের দাবিতে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

চাঁপাইনবাবগঞ্জে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে সদ্য সাবেক প্রধান শিক্ষক রোকসানা আহমেদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগস্ট) সকাল ১০ টা থেকে ১১ টা পযন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি চলা মানববন্ধন থেকে শিক্ষক রোকসানা আহমেদকে আবারো তার পদে পূর্নবহালের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, এ্যাড. সাইদুল ইসলাম, এ্যাড আবু হাসিব, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা আহমেদসহ অনান্যরা।

বক্তারা বলেন, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষক রোকসানা আহমেদকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা অন্যায়, আইনের পরিপন্থী, তাকে স্ব-পদে আবারো পূর্ন-বহাল করে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হোক।

এর পরে অভিভাবক শিক্ষার্থীরা জেলা প্রশাসক কে এম গাঁলিভ খানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মেসেঞ্জার/নাহিদ/আপেল