ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নাইক্ষ্যংছড়িতে ৬ টি অস্ত্র জমা দিলেন আনসার ও ভিডিপি

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৫, ২৬ আগস্ট ২০২৪

নাইক্ষ্যংছড়িতে ৬ টি অস্ত্র জমা দিলেন আনসার ও ভিডিপি

ছবি : সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় টি অস্ত্র জমা দেয়া হয়েছে। তার মধ্যে আনসারদের টা আর ব্যক্তিগত নিরাপত্তায় নেয়া দুটা। টির মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতির টা রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন বলেন, দেশের চলমান পরিস্থিতিতে স্বরাষ্ট মন্ত্রনালয় নির্দেশ দেন আনসারদের কাছে বরাদ্দকৃত অস্ত্র জমা দানের। তারই প্রেক্ষিতে নাইক্ষ্যংছড়িতে যে টি শর্টগান (অস্ত্র) ছিল তা মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে থানায় জমা দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম।

এদিকে, বান্দরবান জেলা আনসার কসান্ড্যান্ট মো. নুরুজ্জানান পিবিএম প্রতিবেদককে বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে নিরাপত্তার জন্যে থাকা জনের কাছে টি শর্টগান ছিল। অস্ত্রগুলোই জমা দিয়ে দেন তারা। এর সাথে জমা দেয়া হয় ৪০ রাউন্ড কার্তুজও।

পৃথক চিঠিতে স্বরাষ্ট্র নির্দেশ দেন, বিগত ২০০৬ সাল থেকে ২০১৫ সালের মধ্যে যারা ব্যক্তি নিরাপত্তার জন্য শর্টগান বা ছোট অস্ত্র নিয়েছিলেন তাদের মধ্যে টি অস্ত্র জমা দেন মঙ্গলবার দুপুরে। এর একটি রিভলবার অন্যটি শর্টগান।

শর্টগানটি জমা দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ। অবশিষ্ট রয়েছে ১ টি। তাও কাল বা পরশু জমা দেবেন বলে ধারনা করছে থানার সূত্রটি।

মেসেঞ্জার/খালেদ/আপেল