ছবি : ডেইলি মেসেঞ্জার
চাঁপাইনবাবগঞ্জের প্রধান তিন নদীতে গেল ২৪ ঘন্টায় পানি বাড়েনি। গত কয়েকদিন সামান্য পানি বৃদ্ধি পেলেও মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার (২৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত পদ্মা, মহানন্দা ও পূর্ণভবা নদীতে বৃদ্ধি পায়নি পানি।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্র্তারা জানিয়েছেন, নদী গুলোর উজানেও পানি বাড়েনি। তারা বলছেন বর্তমান এ পরিস্থিতিতে আপতত চাঁপাইনবাবগঞ্জে বন্যার শঙ্খা নেই।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব জানান, মঙ্গলবার সকাল ৬টায় যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় পানির উচ্চতা ছিলো ২০.৫৫ মিটার, মহানন্দায় ১৮.৫১ মিটার, পূর্নভবা নদীতে পানি প্রবাহিত হয়েছে ১৮. ৫০ মিটারে। বুধবার সকাল ৬টায় এ তিন নদীতে পানি স্থির অবস্থায় আছে, গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পায়নি।
তিনি আরো জানান, এ তিন নদীর উজানে ভারতীয় অংশেও পানি বৃদ্ধি পায়নি, সবমিলিয়ে আগামী কয়েকদিন এ তিন নদীতে পানি কমা শুরু করতে পারে , আর যদি বাড়েও তা খুবই সামান্য পরিমানে পারবে। যা নদী এরিয়াতে ধারনের সক্ষমতা রয়েছে। ফলে চাঁপাইনবাবগঞ্জে বন্যার কোন শঙ্কা নেয়।
মেসেঞ্জার/সজিব