ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

সরকারি জমিতে ভবন নির্মাণ করায় উচ্ছেদ করলেন সহকারী কমিশনার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ২৯ আগস্ট ২০২৪

আপডেট: ১৯:৩০, ২৯ আগস্ট ২০২৪

সরকারি জমিতে ভবন নির্মাণ করায় উচ্ছেদ করলেন সহকারী কমিশনার

ছবি: মেসেঞ্জার

পটুয়াখালী পৌরসহরের চরপাড়া এলাকায় সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান করে পটুয়াখালী সহকারী কমিশনার (ভূমি)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৫ টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয়দের অনুরোধে উচ্ছেদ অভিযান স্থগিত করেন সহকারী কমিশনার। তবে ভবন নির্মাতা শামসুল হুদার দাবি তিনি পৈত্রিক জমিতে ভবন নির্মাণ করছেন। তিনি আরও বলেন, এবিষয়ে আমরা একটি মামলা করেছি এবং মামলা বর্তমানে চলমান আছে।

সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর বলেন, সরকারি খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ পেয়ে আমি আমার সহকর্মীদের পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেই। কিন্তু তিনি আমার কথা শুনেননি।

পরে আজকে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে আমি আমার অথরিটিকে জানাই তাদের নির্দেশক্রমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করি। তিনি আমাদের একটি লিখিত দিয়ে জানিয়েছেন তিনি এখানে আর কাজ করবেন না। যেহেতু এখানে একটি মামলা চলমান রয়েছে মামলায় কোন নির্দেশ না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

মেসেঞ্জার/মানিক/তারেক

×
Nagad