ঢাকা,  শনিবার
২৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হলেন আহম্মদ মুঈদ

নিজস্ব প্রতিবেদক (সাভার)

প্রকাশিত: ২১:০৮, ৩০ আগস্ট ২০২৪

ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হলেন আহম্মদ মুঈদ

ছবি : মেসেঞ্জার

ঢাকা জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আহম্মদ মুঈদ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

পরে ঢাকা জেলা পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরন করে নেন। পরে আহম্মদ মুঈদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং অত্র অফিসে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত অফিসার ফোর্স সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: আহম্মদ মুঈদ ২৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হন। তিনি সর্বশেষ ঢাকা পুলিশ অধিদপ্তরে টিআর হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, ঢাকা জেলার সদ্য সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে রাজশাহীর সারদা ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

প্রসঙ্গত: গত মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ- শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

মেসেঞ্জার/নোমান/আপেল

×
Nagad