ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

আন্দোলনকারী নারীদের উপদেষ্টা বানানোর আহ্বান বিএনপি নেতার

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৮, ৩১ আগস্ট ২০২৪

আন্দোলনকারী নারীদের উপদেষ্টা বানানোর আহ্বান বিএনপি নেতার

ছবি : মেসেঞ্জার

বিএনপির নির্বাহী কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশ আজ দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে।

স্বৈরাচার হাসিনা হঠাও আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদেরকে অভিভূত করেছে। সকল শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় তারা কাজ করেছেন। দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারা এখনো কাজ করছে। তারা সড়কে দাড়িয়ে ট্রাফিকিং করেছে। বাজার মুল্য নিয়ন্ত্রণের কাজ করেছে। সিন্ডিকেট ভাংতে কাজ করছে। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে  তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, অন্তবর্তীকালিন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই মেধাবী নেতাকে উপদেষ্টা করা হয়েছে। আমি চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হোক। তাদেরকে অন্তর্ভুক্ত করা হলে অন্তর্বতিকালীন সরকার আরও গতিশীল হয়ে উঠবে। নতুন প্রজন্মকে নতুন করে সংবিধান রচনা করে দেশকে পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার আমাদের বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকিয়ে রেখে নির্যাতন করেছে। বিএনপির অনেক নেতৃবৃন্দে গুম করে আয়না ঘরে বন্দী করে নির্যাতন করছিল এখনো অনেক নেতার খোঁজ মিলেনি। আর পৃথিবীর কোন দেশে কোন মানুষকে গুম করা যাবেনা। কারণ পৃথিবীর কোন দেশে কোন মানুষকে গুম করা যাবেনা এই আইনে স্বাক্ষর করেছেন বর্তমান অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা। 

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শুধু দেশের আইনে বিচার নয়, তার বিচার আন্তর্জাতিক ট্রাইবুনালেও হবে।

দলের নেতাকর্মীদের সতর্ক করে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বিএনপি এখনো সরকার গঠন করেনি। আমাদের কাছে চাঁদা বাজীর খবর আসছে। দেশ নায়ক তারেক জিয়া বলেছেন যদি বিএনপির কোন নেতা কর্মী চাঁদাবাজী, দখল, জুলুমের সাথে জড়িয়ে পড়ে তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। তাদের তথ্য আমাদেরকে জানান। আমি আপনাদের সচেতন এবং সাবধান করতে চাই। এধরনের অভিযোগ পেলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা হামিদুল হাসান লাবুর সঞ্চালনায় তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এমএ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সূফি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন। এছাড়াও উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সরকার পতনের পর কর্মীসভা জনসুমদ্রে পরিনত হয়। 

মেসেঞ্জার/দোয়েল/আজিজ