ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দল ছেড়ে চলে যাওয়ারা রাতারাতি বিএনপি হওয়ার চেষ্টা কইরেন না : জাফর আলী

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ৩১ আগস্ট ২০২৪

দল ছেড়ে চলে যাওয়ারা রাতারাতি বিএনপি হওয়ার চেষ্টা কইরেন না : জাফর আলী

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, 'গত ১৫ বছরে বিএনপি ছেড়ে যারা আওয়ামী লীগে চলে গিয়েছে, তারা যেন রাতারাতি বিএনপি বনে না যায়। তারা যেন আপনাদের হাত ধরে দলে অনুপ্রবেশ করতে না পারে।

বিএনপি থেকে আওয়ামী লীগে গিয়ে আপনারা বিএনপির নেতাকর্মীদের উপর অনেক অত্যাচার-নির্যাতন করেছেন। তারা বিএনপি বনে যাওয়ার চেষ্টা কইরেন না।'

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলার শিবচর উপজেলার পৌর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় মাদারীপুর জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া কথা বলেন।

এসময় তিনি বলেন,'আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,'সন্ত্রাসী, চাদাবাজ, ভূমিদস্যুদের স্থান বিএনপিতে নাই।' আমরাও জেলা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমাদের চেয়ারম্যানের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য যে কোন কঠোর নীতি গ্রহনে আমরা প্রস্তুত!'

জাফর আলী মিয়া আরও বলেন, 'বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করে থাকলে, জোর করে কারো মালামাল লুট করে থাকলে দয়া করে সেগুলো ফেরত দিয়ে সুন্দর ভাবে ক্ষমা চেয়ে আসুন।'

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন,'গত ১৫ টি বৎসর আমরা কথা বলতে পারিনি। মুক্ত বাতাস উপভোগ করতে পারিনি। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা মুক্ত বাতাস পেয়েছি। আমাদের সাময়িক বিজয় হয়েছে।'

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,'আমাদের সম্পূর্ন বিজয় এখনো হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিএনপির সম্পূর্ন বিজয় অর্জন হবে। অতএব, আপনাদের জনগনের দ্বারে দ্বারে যেতে হবে। সোহার্দ্যপূর্ন সম্পর্ক তৈরি করতে হবে। ভোট চাইতে হবে। দলবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ছেড়ে দিন। এদেরকে দলে প্রশ্রয় দেয়া হবে না। '

শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান,জেলা বিএনপি- সাংগঠনিক সম্পাদক জামিলুর হোসেন মিঠু,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. গোলজার হোসেন,শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দিপুসহ বিএনপির নেতাকর্মীরা।

মেসেঞ্জার/ইমতিয়াজ/আপেল