ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ঘোষণা, আটক চার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৫, ৩১ আগস্ট ২০২৪

আপডেট: ১৯:১৫, ৩১ আগস্ট ২০২৪

অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ঘোষণা, আটক চার

ছবি : মেসেঞ্জার

নরসিংদীতে রায়পুরার কাৎলারচর মৌজায় অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এসময় দুটি অবৈধ চুম্বক ড্রেজারসহ বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজনকে ৪ লাখ এবং অপর তিনজনকে দুই লাখ করে ৬ লাখসহ মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ভোগ করতে হবে ৩ মাসের কারাদন্ড।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার মেঘনা নদীর আব্দুল্লার চর থেকে তাদের আটক করা হয়।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মেঘনা নদীতে বালু মহলের নির্ধারিত স্থান থেকে বাহিরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ড্রেজারগুলোতে তল্লাশি চালিয়ে ড্রেজার সহ ড্রেজারে থাকা ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে আপাতত বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়। এসময় রায়পুরা থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আটককৃতরা জানান, ইজারা নেয়ার পর থেকেই প্রতিদিনই চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন চলছে। আজকে এসিল্যান্ড স্যার দুটি ড্রেজার সহ আমাদের চারজনকে আটক করে নিয়ে আসছে।

এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষণা করা হয়।

মেসেঞ্জার/কাউছার/আপেল