ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

নরসিংদীতে কাভার্ড ভ্যান-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৪

নরসিংদীতে কাভার্ড ভ্যান-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

ছবি: মেসেঞ্জার

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের  মাইক্রোবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে চালকসহ আরো ৪ মাইক্রোবাস যাত্রী।

শনিবার (৩১ আগস্ট) রাত পৌনে ১০ টার দিকে  মহাসড়কের নরসিংদীর সদর উপজেলার দগিরয়াস্থ নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতরা  সকলেই নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাসিন্দা। তারা সকলেই ঢাকার মিরপুরে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

নিহতরা হলেন, চরসুবুদ্দি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী কামরুন্নাহার বেগম (৩৫), তার ছেলে সাজিদ হোসেন (১২), চরসুবুদ্দি গ্রামের এমরানের স্ত্রী  তানজিনা বেগম (২৪) ও একই এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে সাবিহা আক্তার (১৪)।

নিহতের স্বজনরা জানায়, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্ব-পরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর বাড়ীতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার, তানজিনা, সাবিহা  এবং সাজিদ নিহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অন্যান্য আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নরসিংদী মডেল থানার (উপপরিদর্শক) ইউসুফ আলী খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে  এসেছি। কতজন মারা গেছেন আমরা নিশ্চিত নয়, হাসপাতাল বলতে পারবেন। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আর চারজনকে আহত অবস্থায় আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/কাওসার/দিশা