ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফেনীতে বন্যার্ত মানুষকে রান্না করে খাওয়ালেন স্কোয়াড রাইডার্স 

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ১ সেপ্টেম্বর ২০২৪

ফেনীতে বন্যার্ত মানুষকে রান্না করে খাওয়ালেন স্কোয়াড রাইডার্স 

ছবি : মেসেঞ্জার

ফেনীতে বন্যার্ত প্রায় ৫'শতাধিক পরিবারের দেড় হাজার মানুষকে রান্না করে খাওয়ালেন রাঙ্গুনিয়ার বাইকিং সংগঠন স্কোয়াড রাইডার্স। শনিবার (৩১ আগষ্ট) ফেনীর ফুলগাজি, পরশুরাম সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করে এসব খাদ্য সহায়তা দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনে এডমিন (প্রশাসক) ইসমাঈল হোসেন নয়ন, ইদ্রিস চৌধুরী, আজিম উদ্দিন, মডারেটর তারেকুল ইসলাম, সদস্য ওমর ফারুক, রায়হান, মহিউদ্দিন, কাউসার, মিনহাজ, তারেক, তানিম, আকিব, রমিজ উদ্দিন প্রমুখ।

এডমিন ইসমাঈল হোসেন নয়ন জানান, আমরা ফেনীতে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকারগুলো নির্ধারণ করে সেখানে প্রায় ৫'শতাধিক পরিবারকে দেড় হাজার মানুষের রান্না করা খাবার বিতরণ করি।

এরআগে এখানে আমরা ২০৫টি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছি। তাছাড়া সংগঠনের পক্ষ থেকে ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/ইসমাঈল/তারেক