ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফুলছড়িতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:০৭, ২ সেপ্টেম্বর ২০২৪

ফুলছড়িতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধার ফুলছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশে ভয়াবহ বন্যার কথা বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠা বার্ষিকীর ৫ দিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সাশ্রয়ী অর্থ ত্রাণ তহবিলে জমা করা হবে।

বিকেল ৩টায় উপজেলার কালিরবাজারস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, ফুলছড়ি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূইয়া, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু সাঈদ ও রবিন হাসান খাজা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল ইসলাম, ফুলছড়ি উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম নয়ন, উদাখালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মহিবুল্লাহ সরকার ছকু, সাবেক সভাপতি ঈদুল হোসেন মাস্টার, সাবেক সভাপতি আব্দুল লতিফ মহুরি, সহ-সভাপতি আব্দুস সামাদ আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক ডা: হামিদুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবী দল, তাঁতি দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/শাকিল/তারেক