ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ১ সেপ্টেম্বর ২০২৪

পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল

ছবি : মেসেঞ্জার

পঞ্চগড়ে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘব এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএপির সিনিয়র যুগ্ন অহবায়ক তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি নেতা রইস উদ্দিন, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াইদ রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহামুদার রহমান মাহাবুব, সদস্য সচিব তাপস, ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, রোকনুজ্জামান জাপান  সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ফরহাদ হোসেন আজাদ বলেন কেন্দ্রীয় নির্দেশে পতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য বাজেটের অর্থ বন্যার্তদের সহযোগিতায় পাঠানো হবে। এ সময় তিনি শান্তি প্রতিষ্ঠার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মেসেঞ্জার/দোয়েল/তারেক