ছবি : মেসেঞ্জার
শ্রীমঙ্গলে খরিফ-২/২০২৪-২০২৫ মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ কৃষকের মাঝে ৫ কেজি করে বিনামুল্যে রোপা আমন বীজ সহায়তা দেয়া হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্য এসব বীজ বিতরন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম উপ- সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান প্রমুখ।
পরে শ্রীমঙ্গল উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ কৃষকের মাঝে ৫ কেজি করে বিনামুল্যে রোপা আমন বীজ বিতরন করা হয়।
মেসেঞ্জার/কাজল/আজিজ