ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলের বাইক্কা বিল ও সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ২ সেপ্টেম্বর ২০২৪

শ্রীমঙ্গলের বাইক্কা বিল ও সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ছবি: মেসেঞ্জার

শ্রীমঙ্গলের বাইক্কা বিল, প্রাতিষ্টানিক ও সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শ্রীমঙ্গলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির জানান, ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল, প্রাতিষ্ঠানিক ও সরকারি জলাশয়ে সোমবার দুপুরে  ৪৭৪ কেজি কার্প জাতীয়  মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকার সিনিয়র সহকারী পরিচালক এলিজ ফারজানা, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা, মো: আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফারাজুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম।

এছাড়াও মৎস্য অফিসের সদস্যবৃন্দ, বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/কাজল/শাহেদ