ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দৌলতপুরে স্কুল ছাত্র বলাৎকারের ঘটনায় প্রধান আসামি আটক 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৫, ৩ সেপ্টেম্বর ২০২৪

দৌলতপুরে স্কুল ছাত্র বলাৎকারের ঘটনায় প্রধান আসামি আটক 

ছবি : মেসেঞ্জার

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়ায় স্কুল ছাত্র বলাৎকারের ঘটনায় প্রধান আসামিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে হতে জানায়, মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ০৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এজাহার নামীয় প্রধান আসামি মোঃ রিফাজ মাষ্টার (৪৫), পিতা-আকছেদ সরকার, সাং-ভুরকাপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ভুরকাপাড়া গ্রাম হতে গ্রেপ্তার করা হয়।

গত ০১ জুলাই ২০২৪ তারিখ এক স্কুল ছাত্রের নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ভয়ভীতি দেখিয়ে বলৎকারের অভিযোগ ওঠে দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষকের বিরুদ্ধে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৬, তারিখঃ ০৪/০৭/২০২৪, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)।

উক্ত মামলার এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তারের জন্য সিপিসি-১, র‌্যাব-১২ কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/তুহিন/আজিজ