ছবি : মেসেঞ্জার
জোরপূর্বক প্রধান শিক্ষকের পদ দখলকারী পাবনার চাটমোহর উপজেলার পবাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম পলাশের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে ও অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রধান করা হয়।
এলাকাবাসী ও শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য দেন, তোফাজ্জল হোসেন দানু, নায়েব আলী, মুক্তার হোসেন, রাজ্জাক আলী, আজিজুল ইসলাম, বকুল হোসেন, খোরশেদ আলী, মামুন হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্কুলে গিয়ে পূর্বের প্রধান শিক্ষক আফছার আলীকে টেনে হিঁচড়ে স্কুল থেকে বের করে দেন।
এরপর নিজেকে প্রধান শিক্ষক ঘোষণা দিয়ে স্কুল পরিচালনা করতে থাকেন এবং পূর্বের সব শিক্ষককে বের করে দিয়ে নতুন করে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে কোটি টাকার বাণিজ্যে করেন। এছাড়া সাইদুল ইসলামের সনদ জাল রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। দুর্নীতিবাজ এবং স্বঘোষিত এই প্রধান শিক্ষকের অপসারণ চান এলাকাবাসী।
এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল ইসলাম পলাশের সাথে মোবাইল যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০০৭ সালে আফছার আলী অবসরে যাওয়ার পর প্রায় তিনবছর স্কুল বন্ধ ছিল। পরে এলাকার লোকজন এবং স্কুল সংশ্লিষ্টরা আমাকে প্রধান শিক্ষক হিসেব নিয়োগ দেয়।
২০২২ সালে স্কুলটি এমপিও ভুক্ত হলেও আমার এখনও বেতন হয়নি। আর শিক্ষক নিয়োগ তো ম্যানেজিং কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর দেয়। এছাড়া স্কুলের কোনো আয়ও নেই। তাহলে দূর্নীতি করলাম কীভাবে? বরং ব্যক্তিগত টাকা খরচ করে স্কুল চালিয়েছেন বলে দাবি করেন তিনি।
মেসেঞ্জার/পবিত্র/তারেক