ছবি : মেসেঞ্জার
'সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই'- এ স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় অডিটোরিয়ামে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস।
এনসিসি ব্যাংকের জুনিয়র অফিসার সুশান্ত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুল ব্যাংকিং কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. আতাউর রহমান, স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মালেক ও সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমুখ।
স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৬০ জন ছাত্রী অংশগ্রহন করেন। পরে ছাত্রীদের মাঝে উপহারসামগ্রী ও আপ্যায়ন করা হয়।
মেসেঞ্জার/কাজল/আজিজ