ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৪

ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন

ছবি : মেসেঞ্জার

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ থেকে একটি র‌্যালী বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়। র‌্যালীতে শিক্ষার্থীদের মুখে মুখে নানা স্লোগান ধ্বনিত হয়েছে। এরমধ্যে আমার দেশ-আমার দেশ-বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানটি বেশি প্রকাশ হয়েছে।

‘শহীদি মার্চ’ র‌্যালীটি প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা ফুলবাড়ী কাছারীমাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরিফুল ইসলাম, মাসুদ রানা, মোহাম্ম্দ স্বাধীন প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবুজ মিয়া জানান, আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মতো ফুলবাড়ীতেও সফলভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

মেসেঞ্জার/আনন্দ/তারেক

×
Nagad