ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শিবচরে ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ৬ সেপ্টেম্বর ২০২৪

শিবচরে ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলার শিবচরে ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি চালাচ্ছেন শামীম আহসান চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি। উপজেলার পদ্মাবেস্টিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কের পাশে কয়েকদিন ধরে বনজ ও ফলজ গাছের চারা রোপন করছেন তিনি। জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে স্বপ্ন দেখছে সাধারণ মানুষ।

সেই স্বপ্নের অংশ হিসেবে শিবচরের চরাঞ্চলে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছেন শিবচর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচরের কাওড়াকান্দি ঘাট সংলগ্ন চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অর্ধশত নানান প্রজাতির গাছের চারা রোপন করেন তিনি। 

চর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে গাছ লাগানোর কাজ শুরু করেছেন বলে তিনি জানান। এছাড়াও চর এলাকার খোলা সড়কের দুই পাশে গাছের চারা রোপন কার্যক্রম শুরু করেছেন। 

এ বিষয়ে তিনি বলেন,'প্রকৃতি ভালো রাখতে গাছের বিকল্প নেই। আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। একটি গাছ কেটে ফেললে অন্তত ২ টি করে গাছ লাগানো প্রয়োজন। আমাদের শিবচরের মাদবরেরচর, চরজানাজাত এলাকার চরাঞ্চলে গাছের প্রয়োজন ভীষণ রকমের। আমি উদ্যোগ নিয়েছি যেখানে গাছ নেই সেখানে গাছ লাগাবো।'

তিনি আরও বলেন,'নতুন বাংলাদেশে কোন হানাহানি থাকবে না। আমরা শান্তির পক্ষে। শিবচরে আমার এলাকায় (৫ আগষ্টের) পর হিন্দুধর্মালম্বীসহ অনেকের বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনা অনেকেই করেছিল। অনেকের দোকানপাট বন্ধ করে দিয়েছিল।

আমি আমার নেতাকর্মীদের নিয়ে তা প্রতিহত করেছি। আমরা মন্দিরে পাহাড়া বসিয়েছি, যাতে করে কোন ক্ষতি না হয়। যারা আওয়ামীলীগ করেছে, তাদের বাসা-বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠানেও যাতে হামলা কেউ না করে সেদিকে আমরা সচেষ্ট ছিলাম।

প্রতিহিংসা পরায়ণ থেকে আমাদের বিরত থাকতে হবে। দলমত নির্বিশেষে মানুষের অসহায়ত্বের সুযোগ যাতে কেউ নিতে না পারে। কারো ক্ষতি করতে না পারে আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।'

চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বলেন, 'শামীম ভাইয়ের উদ্যোগে আমাদের স্কুলে বৃক্ষরোপন করা হয়েছে। এই স্কুলটি নতুন করে পুণঃনির্মান করা হয়েছে পদ্মানদীর পাড়ে। স্কুলে কোন গাছ ছিল না। তার বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আরও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ কর্মসূচি প্রশংসনীয়।'

মেসেঞ্জার/ইমতিয়াজ/তারেক