ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে এখনো জমা পড়েনি লাইসেন্সকৃত ৪১ টি আগ্নেয়াস্ত্র। জমা দেওয়ার নির্ধারিত দিন পেরিয়ে গেলেও থানায় আগ্নেয়াস্ত্র জমা না দেওয়ায় জনমতে আতঙ্ক বিরাজ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৯টি অস্ত্র জমা দিয়েছেন লাইসেন্সকৃতরা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন অস্ত্র উদ্ধারে দ্রুত কার্যক্রম চলছে।
মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানাগেছে, মানিকগঞ্জ জেলার রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের ১৯০ টি আগ্নেয়াস্ত্রের অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া ১৯০ টি আগ্নেয়াস্ত্রের মধ্যে লাইসেন্সধারীরা ১৬০টি অস্ত্র কিনেছেন। লাইসেন্স পেয়েও এখনো অস্ত্র কেনা হয়নি ৩০টি। আর ১৬০ টি অস্ত্রের মধ্যে ১১৯ টি জমা দেওয়া হয়েছে। এখনো জমা দেওয়ার বাকি রয়েছে ৪১ টি আগ্নেয়াস্ত্র।
এদিকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশের সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে সরকার। সেই সাথে অস্ত্রগুলে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, লাইসেন্সকৃত ৪১ টি আগ্নেয়াস্ত্র এখনো জমা দেওয়া হয়নি। আগ্নেয়াস্ত্র উদ্ধারে কার্যক্রম চলছে।
মেসেঞ্জার/সামি/আজিজ