ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

আশাশুনিতে ঘেরের বাসা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১০:০০, ৭ সেপ্টেম্বর ২০২৪

আশাশুনিতে ঘেরের বাসা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

সাতক্ষীরার আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে ঘেরের বাসা থেকে গলায় রশি দেওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত যুবকের নাম রাজা সরদার (২০)। সে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছোট ছেলে ।

রাজার ভাই বাদশাসহ স্থানীয়রা জানান, মানিকখালী ব্রিজ এলাকায় তাদের একটি মাছের ঘের রয়েছে। সে ঘেরের দেখাশোনার দায়িত্ব ছিল রাজার উপর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে ঘের চৌকি দেওয়ার জন্য বাসায় এসেছিল রাজা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বাড়ি যেতে দেরি হওয়ার কারণে তার বড় ভাই (বাদশা) ঘেরে এসে দেখি গোয়ালায় রশি দেওয়া অবস্থায় দরজার সামনে ঝুলে আছে।

অপর একটি সূত্র দাবি করছেন, কিছুদিন আগে রাজা বিয়ে করেছে। তবে পরিবারে কোনো অশান্তি ছিল কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি।

আশাশুনির থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মানিক খালির ব্রিজের নিচে ঘেরের বাসা থেকে একটি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের পরে এর মৃত্যুর কারণ জানা যাবে।
 

মেসেঞ্জার/আসাদুজ্জামান/আজিজ

×
Nagad