ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

সাতক্ষীরায়

জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে উদীচীর কর্মসূচি পালন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১০:২১, ৭ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে উদীচীর কর্মসূচি পালন

ছবি : মেসেঞ্জার

জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সাতক্ষীরায় প্রতিবাদ হয়েছে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের পর সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) উদীচী, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

উদীচী শিল্পীরা বলেন, ‘‘ জাতীয় সংগীত বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন। ৫৩ বছর আগের একটি মীমাংসিত ইস্যু নিয়ে কেন এখন ষড়যন্ত্র হবে। ‘’

 উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জি, জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইদ্রিস আলী, সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, গণফোরাম নেতা আলীনূর খান বাবুল প্রমুখ।

মেসেঞ্জার/আসাদুজ্জামান/আজিজ

×
Nagad