ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান মাড়াই যন্ত্রের ধাক্কায় কাইয়ুম আলী (৬০) নামে বাই-সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নয়টার দিকে কাইয়ুম আলি (৬০) সাইকেল যোগে সাহাপাড়ার দিকে যাওয়ার পথে মনাকষা-সাহাপাড়া সড়কে ধান মাড়াই যন্ত্রের মুখোমুখি সংঘর্ষ হলে গুরতর হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মনাকষা ইউপির দুই নম্বর ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম সাদেক সত্যতা নিশ্চিত করেছেন। শিবগঞ্জ থানার এস আই খোকন জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/নাহিদ/আজিজ