ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

নরসিংদীতে পলাশের জঙ্গল থেকে শটগান উদ্ধার করল সেনাবাহিনী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২৪

নরসিংদীতে পলাশের জঙ্গল থেকে শটগান উদ্ধার করল সেনাবাহিনী

ছবি : মেসেঞ্জার

নরসিংদীতে পলাশের ঘন জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্প এর লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর নিকট অস্ত্রটি হস্তান্তর করেন।

এসময় লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এলাকার একটি ঘন জঙ্গলে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মোঃ রকিবুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি দল।

এসময় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়। শটগানটি (১৯ জুলাই) জেলা কারাগার হতে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল হতে ম্যাগজিনসহ অস্ত্রের কয়েকটি খন্ডিত অংশ উদ্ধার করা হয় বলেও জানানো হয়।

মেসেঞ্জার/কাউছার/তারেক