ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে কার্তু্‌জসহ বন্দুক উদ্ধার

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২০:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৪

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে কার্তু্‌জসহ বন্দুক উদ্ধার

ছবি : মেসেঞ্জার

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে শহরের সূত্রাপুর এলাকায় নুরুল আলম টুটুলের বাড়িতে তল্লাশি চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।

এসময় ৬৬৩ রাউন্ড কার্তুজও পাওয়া যায়৷ এ ঘটনায় আসামি টুটুল পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ। 

পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বগুড়া পলিটেকনিক ক্যাম্পের ক্যাপ্টেন সাদী নাঈম এর নেতৃত্বে একটি যৌথ টহল দল লাইসেন্সকৃত অস্ত্র নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও থানায় জমা না হওয়ায় এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে।

অভিযানে শহরের সূত্রাপুর এলাকার নুরুল আলম টুটুলের বাড়িতে তল্লাশী চালিয়ে নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও জমা না করা একটি একনলা অস্ত্র এবং ৬৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় আসামি টুটুল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক

×
Nagad