ছবি : মেসেঞ্জার
বরগুনার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) কর্তৃক গ্রাহক পর্যায়ে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ৮নং বরগুনা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহকরা মানববন্ধন করেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে শত শত গ্রাহকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রাহকরা বলেন, প্রিপেইড মিটারের রেকর্ড ভালো নয়।
ইতঃপূর্বে যেসকল স্থানে এই মিটার স্থাপন করা হয়েছে সেখান থেকে অসংখ্য অভিযোগ এসেছে। এতে শুধু গ্রাহকদের হয়রানিই হবে। নিঃস্ব হবে সাধারণ গ্রাহক। আমরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই। মানব বন্ধন শেষে বরগুনা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেন আন্দোলনরত গ্রাহকরা।
মেসেঞ্জার/কেশব/তারেক