ছবিঃ মেসেঞ্জার
মানিকগঞ্জে চলমান আইনশৃঙ্খলা উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
রোববার (৯ সেপ্টেম্বর), দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তারা এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মানিকগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমাদের দলের সদস্যরা কাজ করছেন। মানিকগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাঁই নেই।
জেলা জামায়াতের আমীর কামরুল ইসলাম বলেন,জেলা শহরের ভেতরে পৌরসভার অধীন চলমান খাল সংস্কার, সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ধীরগতির কারণে চলাচলে জনগণের ভোগান্তি হচ্ছে। এসব কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস শেখ মুহাম্মদ সালাউদ্দিন বলেন, বিগত সময়ে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
যুব মজলিস জেলা কমিটির সভাপতি দেওয়ান তানজিল আহাম্মেদ বলেন, মানিকগঞ্জের সর্বত্র মাদকের ছড়াছড়ি। সব খারাপের মূলে রয়েছে এই মাদক। মাদক নিয়ন্ত্রণ করতে হবে।
পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে আমরা জনগণের সেবায় কাজ করতে চাই। জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই।
এই সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. বশির আহমেদ, র্যাব-৪ এর সিপিসি-৩ কোম্পানি প্রধান লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, সহ-সভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা জামায়াতের আমীর কামরুল ইসলাম, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস শেখ মুহাম্মদ সালাউদ্দিন, যুব মজলিস জেলা কমিটির সভাপতি দেওয়ান তানজিল আহাম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
মেসেঞ্জার/সামি/সৌরভ