ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

র‍্যাবের যৌথ অভিযানে স্ত্রী ও সন্তান হত্যার আসামী প্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৮, ১০ সেপ্টেম্বর ২০২৪

র‍্যাবের যৌথ অভিযানে স্ত্রী ও সন্তান হত্যার আসামী প্রেপ্তার

ছবিঃ মেসেঞ্জার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী ও ৫ বছরের কন্যা সন্তানকে হত্যাকারী আসামী মোঃ নুরুজ্জামান আনিস কে (৩৬) আটকে করেছে র‍্যাব-৮ এর সদস্যরা। 

সোমবার (৯ সেপ্টেম্বর) পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া এলাকা থেকে আসামীকে প্রেপ্তার করা হয়। 

ঘটনার বর্ননা দিয়ে র‍্যাব জানায়, ০৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তেতলাব এলাকার একটি ভাড়া বাসায় স্বামী কর্তৃক স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানের হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে উল্লেখ্য ঘটনায় নিহত রোকসানা বেগমের পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এর পরপরই র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে আসামীকে প্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

মেসেঞ্জার/মানিক/সৌরভ