ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রুমায় বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

রুমা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২৪

রুমায় বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

ছবিঃ মেসেঞ্জার

বান্দরবানে রুমা উপজেলায় রুমা বাজার পরিচালনা কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। 

আজ (১০ সেপ্টেম্বর ) সকাল ১০ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে-২শত ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ খলিলুর রহমান-১শত-৬০ভোট,নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইদ্রিস মিয়া-৭৮ ভোট,সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ জসিম উদ্দিন -১৭৯ ভোট,নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলীপ দাস-৫৪ ভোট,কোষাধ্যক্ষ বিজয়ী হয়েছেন-সাধন বড়ুয়া। 

উৎসবমুখর পরিবেশে হওয়া এই ভোট স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভাবে করার জন্য ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। 

নির্বাচিত সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন,শান্তিপূর্ণ পরিবেশ ভোট হওয়াতে আমরা অত্যান্ত খুশী। আমাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে বাজারকে মডেল বাজারে রূপ দিতে চাই। যে সকল সমস্যা গুলো বিদ্যমান আছে তা নিরসন করা হবে। 

মেসেঞ্জার/অংবাচিং/সৌরভ