ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

পটুয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ১০ সেপ্টেম্বর ২০২৪

পটুয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবিঃ মেসেঞ্জার

পটুয়াখালী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী ফিরোজ আশরাফ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ফিরোজ লিখিত বক্তব্যে জানান, ৫ আগষ্ট যুবদল নেতা সাইফুল মৃধা, আকরাম সিকদার ও রিমানুল ইসলাম রিমুসহ ৩০/৪০ জন সন্ত্রাসী আমার বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর চালিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনের আশ্রয় নিতে বলেন। 

পরে আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা করা হলে আদালত ২৪ ঘন্টার মধ্যে সদর থানা ওসিকে এজাহার গ্রহনের নির্দেশ দিলেও মামলা নেয়া হয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের বিচারের দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার।

মেসেঞ্জার/মানিক/সৌরভ