ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫ জনের মধ্যে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ১০ সেপ্টেম্বর ২০২৪

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫ জনের মধ্যে নিহত ২

ছবি : সংগৃহীত

যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট সহ আটক ৫ জনের মধ্য সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এখবর নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান। নিহতদের স্বজনরা জানান, গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়ীতে অভিযান চালানোর নামে তাকে বেদম মারপিট করা হয়। এসময় সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল ও তার বাড়ীর কাজের ছেলে শফিকুল এবং শাহাদৎ হোসেন, রিয়াজুল ইসলাম রকি সহ ৫ জন কে অমানবিক নির্যাতন করার ফলে তারা গুরুত্বর আহত হন। পরে আজ বেলা সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে শফিকুল ইসলাম মারা যান। তবে কর্তব্যরত চিকিৎসক বলছেন, আহত সুইট এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাডের প্রক্রিয়া চলছে।

সোহরাব হোসেন আপেলের স্ত্রী বলেন, আমার স্বামীকে ওরা সারারাত নির্যাতন করেছেন।এর রকম যৌথ বাহিনীর অভিযানকে তীব্র নিন্দা জানাচ্ছি।আর যারা এরকম নির্যাতন করছে তাদের শাস্তি চাই।

মেসেঞ্জার/সজিব