ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

তিতাসে মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১০ সেপ্টেম্বর ২০২৪

তিতাসে মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

ছবিঃ মেসেঞ্জার

কুমিল্লার তিতাসে সন্ত্রাসী,চাঁদাবাজ,জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১০ জুলাই),  বেলা সাড়ে ১১টা থেকে কুমিল্লা তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ঘন্টাব্যাপী এই সন্ত্রাসী,চাঁদাবাজ,জুয়া ও মাদক বিরোধী প্রচার কর্মসূচি পালন করা হয়।

সন্ত্রাসী,চাঁদাবাজ,জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবদুল হালিম মাসুম।

বৈষম্যবিরোধী ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাবু, সাংবাদিক শরিফ আহমেদ সুমন,রমিজ উদ্দিন, সোশ্যাল ফ্রেন্ড অ্যাসোসিয়েশন(এসফা) প্রতিষ্ঠাতা,মো.নাজিরুল ইসলাম মামুন, সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানা, তারুণ্যের আলোর সংগঠনের প্রতিষ্ঠাতা বসির আহমেদ,আপনজনের সাধারণ সম্পাদক নাহিদসহ অন্যরা।

বক্তারা বলেন,সন্ত্রাসী, চাঁদাবাজ , জুয়া ও মাদককারবারিদের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। দ্রুত সন্ত্রাসী, চাঁদাবাজ , জুয়া ও মাদককারবারি বন্ধে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা। 

মানববন্ধনে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন তিতাসের জমিনে আর কোন জায়গায় মাদক ব্যবসা, সন্ত্রাসী ও চাদাবাজী করতে দেয়া হবেনা। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এসকল অবৈধ কার্যক্রমকে প্রতিহত করবে।

কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও মাদক বিরোধী শিক্ষক,বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

মেসেঞ্জার/সাগর/সৌরভ