ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মুন্সিগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৪

মুন্সিগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ছবি: মেসেঞ্জার

মুন্সিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার,মুহম্মদ শামসুল আলম সরকার।  

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায়, সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। 

পরে,পুলিশ ও আইনশৃঙ্খলার বাহিনীর পাশে থেকে সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিকদের আহ্বান জানান পুলিশ সুপার।

তিনি বলেন,পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক হিসেবে পাশে দাঁড়ালে। যে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। 

এছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে,পুলিশ সুপার আরও জানান,সাম্প্রতিক পরিস্থিতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

পাশাপাশি সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ঢেলে সাঁজানো হচ্ছে পুলিশ বাহিনীকে। তিনি বলেন,সাম্প্রতিক পরিস্থিতির কারণে দেশের মানুষের পুলিশের প্রতি যে আস্থা হীনতা তৈরি হয়েছে তা শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে। 

সে লক্ষ্যে নিরবিচ্ছিন্ন আইনগত সেবা মানুষের দ্বারে পৌঁছে দিতে এবার কাজ করবে পুলিশ। একই সাথে আইনের সুশাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে এখন থেকে পুলিশ সদস্যদের।

অন্যদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের নিরলস ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,থান্ডার খায়রুল হাসান,সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান,সদর ট্রাফিক ইনচার্জ জহির উদ্দিন সহ জেলা পুলিশে কর্মরত অন্যান্য সদস্যরা।

মেসেঞ্জার/শুভ/শাহেদ