ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ১২ সেপ্টেম্বর ২০২৪

বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি : মেসেঞ্জার

বরগুনার তালতলী উপজেলার তালতলী বাজারের একটি ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মোঃ সাইফুর রহমান সাগর। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: সাইফুর রহমান সাগর বলেন, 'আমি তালতলী শহরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী (ভাঙাড়ির ব্যবসা)।

এ ব্যাবসার উপর নির্ভর করেই আমার সংসার চলত। কিন্তু তালতলী উপজেলার ঠংপাড়া গ্রামের মৃত আলম মৃধার ছেলে মোঃ সফিকুল ইসলাম রাজু মৃধা, আঃ রহমানের ছেলে আকন মোঃ মামুন ও বেলায়েত এর ছেলে মোঃ নাসির উদ্দিনসহ একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলো। আমি উক্ত চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করি।

এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতন হয়। এ সুযোগে (৬ আগস্ট) পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি উক্ত টাকা দিতে পূণরায় অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয়ে (৭ আগস্ট) উপরোক্ত ব্যক্তিরাসহ অন্তত ২৫-৩০ জন সংঘবদ্ধ চক্র আমার ব্যাবসা প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, লুটপাট ও ভাঙচুর চালিয়ে আনুমানিক ১০ থেকে ১১ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনার প্রতিকার চেয়ে নৌবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ জানিয়ে কোন প্রতিকার না পেয়ে, (৫ সেপ্টেম্বর) বরগুনার দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করি (সি আর ১৩৯/২০২৪ দ্রুত বিচার)। আদালত উক্ত মামলাটি তালতলী থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

এরপর থেকে উপরোক্ত সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা আমাকে মামলা প্রত্যাহার করার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছে। অন্যথায় আমাকে যুবলীগ'র কর্মী সাজিয়ে মিথ্যা মামলাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ কারণে বর্তমানে আমি ও আমার পরিবার প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আপনাদের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটনসহ নিজ নিজ সংবাদ মাধ্যমে প্রকাশের অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এব্যপারে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ প্রশাসনের কার্যকরি পদক্ষেপ দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মেসেঞ্জার/কেশব/তারেক