ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বরিশালে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার বিচার দাবি

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৮:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৪

বরিশালে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার বিচার দাবি

ছবি: মেসেঞ্জার

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাগর মৃধা ও বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী গোষ্ঠীর নৃশংস হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১২।সেপ্টেম্বর) দুপুরে সরকারি বিএম (ব্রজমোহন) কলেজ সংলগ্ন মসজিদ গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহাবুদ্দিন, সাব্বির, জুবায়ের, বাবর খালেদের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তারা বলেন, আওয়ামী দুঃসাসনের পতন হলেও এখনো আওয়ামী পেতাত্বারা আমাদের আশেপাশেই রয়ে গেছে। তারা নানাভাবে বর্তমান সরকারকে বিতর্কিত এবং শেখ হাসিনার পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা আইনের মাধ্যমে এসব দেশ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। 

এসময় হামলাকারী রিশাদ ও মাসুদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল সরকারি বিএম কলেজের সমন্বায়ক সহ শিক্ষার্থীরা।

মেসেঞ্জার/পান্থ/শাহেদ