ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার এএসআই ও কনস্টেবল রিমান্ডে

রংপুর ব্যুরো  

প্রকাশিত: ২০:২০, ১২ সেপ্টেম্বর ২০২৪

আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার এএসআই ও কনস্টেবল রিমান্ডে

ছবি : মেসেঞ্জার

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রকে রিমান্ডে অসুস্থ হওয়ায় আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় রংপুর মেট্রোপলিটন আদালত ২ এর বিচারক আসাদুজ্জামানের আদালতে তাদের তোলেন পিবিআই। আদালত শুনানী শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে (১০ আগস্ট) একই আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তদন্ত সংস্থার পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। 

কোর্ট ইন্সপেক্টর প্রীথিশ কুমার জানান, চার দিনের রিমান্ডে থাকা অবস্থাতেই দুই পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে চিকিৎসা শেষে বিষয়টি আদালতকে জানানো হয়। আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা দাঁড়িয়েছে পিবিআই। যা এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে এসেছে। (১৬ জুলাই) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী।

(১৮ আগস্ট) তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে একটি হত্যা মামলা করেন। (১৯ আগস্ট) তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পি বি আই কে নির্দেশ দেয়।

মেসেঞ্জার/মান্নান/তারেক