ছবি : মেসেঞ্জার
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী সাগর মৃধা ও বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী গোষ্ঠীর নৃশংস হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা।
বিএম কলেজ সংলগ্ন মসজিদ গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহাবুদ্দিন, সাব্বির, জুবায়ের, বাবর খালেদ নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলাকারী ইয়াবা রিশাদ ও সন্ত্রাসী কালা মাসুদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল সরকারি বিএম কলেজের সমন্বায়ক সহ শিক্ষার্থীরা।
মেসেঞ্জার/সাঈদ/তারেক