ঢাকা,  বুধবার
১৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: ২১:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৪

কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ ছৈয়দ প্রকাশ লুতু মিয়া (৫৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় উপজেলার বড়উঠান ইউনিয়ন এর দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড আবুল খায়ের সওদাগের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ছৈয়দ একই এলাকার আবুল খায়েরের দ্বিতীয় ছেলে।

নিহত চাচাতো ভাই হাসান সিকদার জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বাজার করে বাড়ি ফেরার সময় বাড়ির পশ্চিম পাশে হঠাৎ বন্যহাতি তাঁর তাকে আক্রমণ করে। ভয়ে দৌড়াতে থাকলেও হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় লোকজন জানান, দেয়াঙ পাহাড়ে বন্যহাতি বিচরণ আজকে নতুন নয়, এই পর্যন্ত অনেকজন নিহত ও আহত  হয়েছে। এই সমস্যা নিয়ে প্রশাসনসহ বন বিভাগকে জানালেও কোন সুরাহা দিচ্ছে না। 

কর্ণফুলীর থানার ওসি তদন্ত মেহেদী হাসান বলেন, ‘ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

মেসেঞ্জার/আকাশ/তারেক

×
Nagad