ছবি : মেসেঞ্জার
বিরল রোগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াদকে বাঁচাতে প্রয়োজন প্রায় ১০ লক্ষ টাকা। চিকিৎসা করার আর্থিক সহযোগিতা চেয়েছেন রিয়াদের পরিবার। রিয়াদ জেলার চিলমারী উপজেলার উত্তর রমনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে চিলমারী সরকারি কলেজে অধ্যায়নরত।
রিয়াদ ও তার পরিবারের সঙে কথা বলে জানা গেছে, দিনমজুর পরিবারের জন্ম নেয়া রিয়াদ আক্রান্ত হয়েছে বিরল রোগ থাইমাস গ্লান্ডে। এতে ছেলের চিকিৎসার পিছনে সর্বস্ব শেষ করে চিকিৎসা বন্ধ রেখেছেন পরিবার।
এখন মানবেতর জীবনযাপন করছে রিয়াদ ও তার পরিবার। বিশেষজ্ঞ চিকিৎসকগণ রিয়াদকে ঢাকায় অথবা দেশের বাইরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। এতে চিকিৎসা ব্যয় হবে প্রায় ১০ লক্ষ টাকা। যা বহন করার মত সামর্থ্য পরিবারের নেই।
অসহায় বাবা সাইফুল ইসলাম মানুষের দ্বারে দ্বারে আর্থিক সাহায্যের জন্য ঘুরছেন। চিকিৎসা করাতে পারলে সুস্থ্য জীবনে ফিরে এসে লেখাপড়া করে সামজের সেবা করতে চায় রিয়াদ।
মেসেঞ্জার/রাফি/তারেক