ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত

উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় আরো ও দুইজন গুরুতর আহত হয়।গুরুতর আহতদের উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরে থাকা হাসপাতালে ভর্তি করা হয়। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত হলেন উখিয়ার ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের বাসিন্দা জাফর হোসেনের ছেলে 

আব্দুর রহিম (৩১),একই রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিম এর ছেলে আব্দুল হাফিজ (১০) ও আব্দুল রহিমের ছেলে আব্দুল ওয়াছেদ। গুরুতর আহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর)ভোরে উখিয়ার ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকে এ ঘটনা ঘটে। জানা যায়,সারারাত প্রচুর বৃষ্টি হয়েছিল। এ কারনে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ঘটনা ঘটে। 

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো ও বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মেসেঞ্জার/শহিদুল/সৌরভ