ছবি : মেসেঞ্জার
নার্সিং কর্মকর্তাদের সাথে অপেশাদারি আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তি করার প্রতিবাদে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, মাকসুরা নূরের পদত্যাগ চেয়ে, মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নার্সিং ইনস্টিটিউট মুন্সিগঞ্জ এর সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় এতে অংশ নেয় ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে সকল কর্মকর্তা ও কর্মচারী। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের মূল ফটকে অবস্থান নিয়ে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন নানা বৈষম্যের শিকার হচ্ছেন, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা। সম্প্রতি নার্সিং অধিদপ্তরের মহা-পরিচালক পেশা নিয়ে কটুক্তি করায়। সামাজিকভাবে হেও প্রতিপন্ন হতে হচ্ছে শিক্ষার্থীদের।
ফলে মহাপরিচালকের পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া শীঘ্রই দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিদেন শিক্ষার্থীরা। পাশাপাশি যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের দাবিও জানানো হয় কর্মসূচি থেকে।
মেসেঞ্জার/শুভ/তারেক