ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রংপুরে আগুনে পুড়ে ছাই ৫ পরিবারের ঘর গবাদিপশু

রংপুর ব্যুরো  

প্রকাশিত: ১২:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২৪

রংপুরে আগুনে পুড়ে ছাই ৫ পরিবারের ঘর গবাদিপশু

ছবি : মেসেঞ্জার

রংপুরের মিঠাপুকুরে আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে ৫টি ঘর, ৫ টি গবাদিপশুসহ বসতবাড়ির সব মালামাল। এতে পথে বসেছে ৫ টি পরিবার। 

স্থানীয়রা জানান, শনিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪ টায় মিঠাপুকুরের বড় হযরতপুর ইউনিয়নের বড় হযরতপুর গ্রামের উপিন চন্দ্রের বাড়ির একটি ঘরে আগুন লাগে। সাথে সাথে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতকে খবর দেয় স্থানীয়রা। কিন্তু আধাঘন্টা পর বিদ্যুৎ বন্ধ করে পল্লী বিদ্যুত। এরমধ্যেই ভুবন চন্দ্র, পরিমল চন্দ্র, নিরাঞ্জণ চন্দ্রের ৫ টি বসতঘর আগুনে ছাই হয়ে যায়। পুড়ে যায় ৩ টি গরু, ২ টি ছাগল, নগদ টাকা ধানচালসহ ঘরের সকল মালামাল। স্থানীয়রআগুন নিভিয়ে ফেলার পর ফায়ার সার্ভিস আসলে তাদের বিরুদ্ধে বিক্ষোভ হয় সেখানে। 

আগুন নেভাতে অংশ নেয়া স্থানীয় যুবক মনিরুল ইসলাম সবুজ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পল্লী বিদ্যুতকে সাথে সাখে বলা হলেও তারা আধাঘন্টা পর বিদ্যুৎ বন্ধ করেছে। একারণে প্রথমের দিকে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তিনি আরও জানান, মাত্র তিন কিলোমিটার দুরে ফায়ার সার্ভিস অফিস থাকলেও তাদের সাথে সাথে খবর দেয়া হলেও তারা এসেছে আগুন নেভার পর। সেকারণে তারা তোপের মুখে পড়েছিল। 

এ ঘটনায় ওই পাচটি পরিবার এখন পথে বসেছে।  সরকারি-বেসরকারিভাবে তাদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন স্থানীয়রা।
 

মেসেঞ্জার/মান্নান/আজিজ