ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে দিনাজপুরে হাতাহাতি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪

কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে দিনাজপুরে হাতাহাতি

ছবি : মেসেঞ্জার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটি গ্রুপের মধ্যে হাতাহাতির মধ্য দিয়ে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ পিন্স ও তরিকুল ইসলাম, সহ সমন্বয়ক মুনিম ইসলাম, রকিব মাসুদ, এসআই শাহিন, সজিব ইসলাম, মিশু আলী সুহান, রেদওয়ান ইসলাম, সজিব ইসলাম ও রিফাত ইসলাম। 

মতবিনিময় সভা চলাকালীন কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার কয়েকটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় সমন্বয়করা পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে মতবিনিময় সভাকে কেন্দ্র করে পলিটেকনিক ইন্সটিটিউটে সেনা বাহিনী ও পুলিশ মোতায়েন ছিল।

মেসেঞ্জার/কুরবান/তারেক