ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

৬ দিন পর ফের চালু বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২৪

৬ দিন পর ফের চালু বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট

ছবি: সংগৃহীত

৬ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৯মিনিট থেকে ইউনিটটি উৎপাদনে ফেরে। ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও দৈনিক ২০০-২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

গত সেপ্টেম্বর থেকে তৃতীয় ইউনিটটি চালু হলেও দুই দিন পর সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়েলপাম্প নষ্ট হওয়ার কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরআগে, চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে বন্ধ হয়ে যায় ২৭৫ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন তিন নম্বর ইউনিটের উৎপাদন। এক মাস ছয় দিন বন্ধ থাকার পর গত সেপ্টেম্বর থেকে চালু হলেও দুই দিন পর সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়েলপাম্প নষ্ট হওয়ার কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিকে গত ১২ সেপ্টেম্বর রাত থেকে নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও, এটি থেকে প্রতিদিন ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এতে করে বর্তমানে গড়ে দুটি ইউনিট থেকে ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ এই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এতে করে উত্তরের লোডশেডিং অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

মেসেঞ্জার/ফামিমা