ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রংপুরে ভোদল হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

রংপুর ব্যুরো  

প্রকাশিত: ২০:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৪

রংপুরে ভোদল হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

ছবি : মেসেঞ্জার

অবশেষে রহস্য উম্মোচন হলো রংপুরের মিঠাপুকুরের মোকতারুল ইসলাম ভোদল হত্যাকান্ড। সুদের টাকার কারবার নিয়ে দ্বন্দের জেরেই গলাকেটে তাকে হত্যা করে মামাতো ও খালাতো ভাই।

গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। উদ্ধার হয়েছে ছিনিয়ে নেয়া রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ভোদল খুনের ঘটনার রহস্য উদঘাটনের কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।

তিনি বলেন, এই খুনের সাথে জড়িত নিহত ভোদলে খালাতো ভাই পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুরের হান্নান মিয়ার পুত্র তহিদুল ইসলাম (৩৬) মামাতো ভাই একই এলাকার মিজানুর রহমানের পুত্র আল-আমিন (৩৭)।

পুলিশ সুপার জানান, (৯ সেপ্টেম্বর) উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের নুরপুর গ্রামেরে কলিম উদ্দিনের পুত্র মো. মোকতারুল ইসলাম ভোদল (২৬) তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে জায়গীরহাটের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। রাত সাড়ে ১১ টায় বলদিপুকর পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের কাছ থেকে মোকতারুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের মা কল্পনা বেগম বাদী হয়ে (১১ সেপ্টেম্বর) মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভি ফুটেজ পর্যালোচনাসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ভোদল হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

মূলত সুদের টাকার ব্যবসা করতেন তারা। ওই টাকা নিয়ে বিরোধের জেরেই ঘটে এই ঘটনা। পুলিশ সুপার জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেসেঞ্জার/মান্নান/তারেক