ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দুর্নীতিমুক্ত জেলা গড়ে তোলার আহবান জামালপুরের জেলা প্রশাসকের

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২১:১২, ১৫ সেপ্টেম্বর ২০২৪

দুর্নীতিমুক্ত জেলা গড়ে তোলার আহবান জামালপুরের জেলা প্রশাসকের

ছবি : মেসেঞ্জার

জামালপুরের নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম বলেছেন, প্রশাসনের সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগীতা একান্ত অপরিহার্য্য। আসুন সবাই মিলে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও বৈষম্যহীন একটি ব্যাতিক্রম জেলা হিসেবে জামালপুরকে গড়ে তোলাসহ সুন্দর বাংলাদেশ গঠনে একসাথে কাজ করি। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার গণমাধ্যম ব্যক্তিত্ত্ব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিকরা প্রশাসনের ভুল-ত্রুটি তুলে ধরার পাশাপাশি সার্বিক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মেসেঞ্জার/উজ্জ্বল/তারেক