ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

তমিজ উদ্দিন ক্রীড়া চক্রের সভাপতি রিপন, সম্পাদক জুয়েল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২৪

তমিজ উদ্দিন ক্রীড়া চক্রের সভাপতি রিপন, সম্পাদক জুয়েল

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী তমিজ উদ্দিন ক্রীড়া চক্রের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে লক্ষ্মীপুরের বিশিষ্ট রাজনীতিবিদ, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান ও লক্ষ্মীপুর গণমানুষের নেতা মরহুম হারিছ চেয়ারম্যানের সুযোগ্য সন্তান বজলুল করিম রিপনকে সভাপতি, শামসুল আহসান মামুনকে সিনিয়র সহ-সভাপতি ও জুয়েল আহম্মেদকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর)  রাতে জেলা শহরের তমিজ উদ্দিন ব্যাপারী বাড়ির অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আলহাজ্ব নুরু চৌধুরী, লিটন চন্দ্র নাথ, লোকমান হোসেন, মো. হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক, জাবেদ হোসেন জনি, সঞ্জয় কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক, এমরান হোসেন, কোষাদক্ষ মো. সোলাইমান, ক্রীড়া সম্পাদক মুরাদ হোসেন শিপন, প্রচার সম্পাদক দিদার হোসেন মামুন, দপ্তর সম্পাদক ফিরোজ আলম রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক, মো. হানিফ, সম্মানিত সদস্য মনা দাস, রাজিব চন্দ্র কুরী, জামাল হোসেন, রাকিব হোসেন ও মো. অনি। নবগঠিত এই কমিটি ২০২৪-২৫ সালে দায়িত্ব পালন করবেন।

মেসেঞ্জার/শিবলু/তারেক