ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শিবচরের পদ্মায় বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদন্ড

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিবচরের পদ্মায় বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদন্ড

ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটককৃত মনির হোসেন নামের এক ব্যক্তিকে ত্রিশ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

সোমবার(১৬ সেপ্টেম্বর) বিকেলে অভিযান শেষে এ সাজা দেয়া হয়। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করা হয় পদ্মা নদীতে। এসময় বালু উত্তোলনের সাথে জড়িত উপজেলার নূর উদ্দিন মুন্সীরকান্দি এলাকার কালু মৃধার ছেলে মনির হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের কারাদন্ড দেয়া হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন,'পদ্মানদীসহ উপজেলার নদনদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থারে রয়েছে। গত বুধবার এবং শুক্রবার আমরা ২টি ড্রেজার জব্দ করে বিনষ্ট করেছি এবং জড়িতদের ২ লাখ টাকা জরিমানা করেছি। সোমবার একজনকে আটক করে কারাদন্ড দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।'

মেসেঞ্জার/ইমতিয়াজ/আজিজ