ছবি: মেসেঞ্জার
ভোলার চরফ্যাসনে ছেলের বিরুদ্ধে চুরির অপবাদ এনে মোটা অংকের জরিমানা ধার্য করে ওই টাকার জন্য স্বামীকে রাতবর বসিয়ে রাখেন স্থানীয় মাতবররা। এতে ক্ষোভে জাহানারা (৪৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে দক্ষিণ আইচা থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টায় উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্বামী জামাল উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
গৃহবধূর স্বামী জামার উদ্দিন জানান, গত কয়েক দিন আগে স্থানীয় কামরুল সর্দার, আলামিন ফরাজি, আবুল হোসেন মাতাব্বর ও নাছির মৃধাসহ আরো কয়েকজন একত্রিত হয়ে আমার ছেলে আলামিনের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে ৮০হাজার টাকা জরিমানা ধার্য করেন। কয়েক দিন পরে পুনরায় সর্দার বাজারে ডেকে নিয়ে তাদের দাবিকৃত টাকার জন্য রাত একটা পর্যন্ত বসিয়ে রাখেন।
এসময় স্ত্রীর সামনে অপমান করেন তারা। পরে নগদ ৩০হাজার টাকা দিয়ে বাকি ৫০হাজার টাকার সময় নিয়ে আমাকে ছাড়িয়ে আনেন।
স্বামী জামাল উদ্দিন বলেন, বাকি টাকা কি করে দিবো এই চিন্তায় সে খাওয়া দাওয়া চেরে দিয়েছে। হটাৎ আজ ভোর সাড়ে ছয়টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই টাকার জন্যই আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
এদিকে কামরুল সর্দার বসিয়ে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, তার ছেলে ঢাকায় চুরি করেছে। আমরা তাকে ডেকে এনে জিজ্ঞেসা করেছি এর বাহিরে আর কোন কথা হয়নি আমাদের।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ জানান, অর্থনৈতিক সংকট ও লেনদেন সংক্রান্ত ব্যপারে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/সাইফুল/আজিজ