ছবি: মেসেঞ্জার
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শহীদ রফিক সেতুর দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে পথচারীরা ধলেশ্বরী নদীতে পাওয়ার প্ল্যান্টের পাশে লাশ ভাসতে দেখে পুলিশ ফাড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন সিংগাইর সার্কেলের এ এসপি মো. আব্দুল্লাল আল ইমরান, সিংগাইর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মো. আজাদসহ পুলিশের উর্দ্ধতন অফিসারগণ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, লাশটি অর্ধগলিত এবং উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাকে হত্যা করে ফেলে রেখেছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
মেসেঞ্জার/বাদল/আজিজ